Thursday, August 18, 2016

সিসিটিভি দেখে ৮ ঘণ্টায় ধৃত দুষ্কৃতীরা

সিসিটিভি দেখে ঘণ্টায় ধৃত দুষ্কৃতীরা

ক্লোজড সার্কিট ক্যামেরা দেখে ঘটনার আট ঘণ্টার মধ্যে এটিএম লুঠের চেষ্টায় যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ বুধবার ঘটনাটি ঘটে কোচবিহারের দিনহাটা থানার ভেটাগুড়িতে ঘটনার আট ঘণ্টার মাথায় জনকে গ্রেফতার করে পুলিশ
পুলিশ সূত্রের খবর, ভোর সাড়ে টে নাগাদ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ভিতরে ঢুকে যায় পাঁচ দুষ্কৃতী। আধ ঘন্টার মধ্যে এটিএম মেশিন খুলে নিয়ে বাইরে বেরিয়ে যায় তারা। মেশিনটি গাড়িতে তোলার চেষ্টা শুরু করে তারা। কিন্তু ভোর হয় হয় দেখে সেই মেশিন রাস্তায় ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতী দল
এর আগেও দুবার কোচবিহার শহর সংলগ্ন এলাকা থেকে আস্ত এটিএম মেশিন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কোচবিহারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম রফিক আহমেদ, লোকমান হাকিম, ইসমাইল রহমান, জমির হোসেন এবং বিশ্বজিৎ কার্জী। রফিক টাকাগছের বাসিন্দা। লোকমানের বাড়ি খারিজা নলধন্দরা গ্রামে। ইসমাইল নতুনপল্লির এবং বাকি দুজন কালাপানিরর বাসিন্দা
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ভেটাগুড়ি প্রধান সড়ক থেকে একটু ভিতরে গলিপথে ওই এটিএম কাউন্টার। সেখানে ক্লোজড সার্কিট টেলিভিশন বসানো থাকলেও রাতে কোনও নিরাপত্তা রক্ষী থাকে না। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ওই এটিএম মেশিনে দশ লক্ষ টাকা রাখা হয়। রাতে সেখান থেকে কিছু টাকা গ্রাহকরা তুলে নেওয়ার পরে লক্ষ ৭৯ হাজার ৬০০ টাকা ছিল
পুলিশের সন্দেহ, ওই এটিএম মেশিনে আগে থেকেই নজর ছিল দুষ্কৃতীদের। টাকা রাখার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই লুঠের ছক কষে তারা। সেই হিসেবেই রাত সাড়ে ৩টে নাগাদ এটিএমে হানা দেয় ওই দলটি। সঙ্গে একটি গাড়িও নিয়ে যায় তারা। ছক অনুযায়ী, আস্ত মেশিন গাড়িতে তুলে কোথাও লুকিয়ে রাখার পরিকল্পনা করেছিল তারা। পরে সুবিধে মতো ভল্ট ভেঙে টাকা বের করে নিত তারা
তদন্তকারী পুলিশ অফিসারদের ধারণা, এই দলটি অপরাধের সঙ্গে যুক্ত থাকলেও আগে কখনও এটিএম মেশিন লুঠ করেনি তারা। বিষয়টি ধারণাও কম ছিল তাদের। সে জন্যই ভোর রাতে অপারেশন শুরু করে তারা। ওই ধরনের এটিএম মেশিন ভেঙে গাড়িতে তুলতে কম করে হলেও দুই ঘণ্টা লাগার কথা। তাতে ভোর হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল
ছাড়া এটিএমের ভিতরে সিসিটিভি ক্যামেরাতে যে তাদের ছবি উঠে যাবে, তা নিয়েও সঠিক ধারণা ছিল না দুষ্কৃতীদের। তাই সেগুলি নিয়েও তারা চিন্তিত ছিল না। ভেটাগুড়ি বাজারে দুজন সিভিক ভলেন্টিয়ার পাহারায় থাকেন। বাসিন্দারা জানান, ভোরে রাস্তার মধ্যে মেশিন পড়ে থাকতে দেখে তারা সিভিক ভলেন্টিয়ারকে খবর দেন। তারা পুলিশকে খবর দেয়
ধৃতদের কাছ থেকে এটিএম মেশিন ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। মেশিনের কিছু যন্ত্রপাতিও উদ্ধার হয়। বাসিন্দারা বলেন, এটিমগুলির নিরাপত্তা বাড়ানো উচিত। না হলে যেখানে এটিএম মেশিন আছে সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো উচিত।


Friday, August 12, 2016

Step by Step Guide to Remote view DVR

CCTV – Guide to Remote view of DVR

This post will walk you through setting up a CCTV DVR for remote viewing on Mobile or PC.
Connect the cameras to your DVR using BNC connectors & provide the power supply to DVR.Connect a mouse to the USB port. To view the cameras the DVR can be connected to a monitor through the VGA output of DVR or to a TV through the Video out pin (you may need a BNC to RCA converter)
Connect the DVR to the Network Router (providing internet connection as well as LAN) using the RJ45 Ethernet cable. 
For this demo I’m using DVR, Camera & a Linksys Router.
Right click on DVR screen to get the Menu list.
Click on Home & then click on Network tab.
For Net Link there are two options. Static IP & DHCP.
If you select Static IP, you’ve to feed the IP address manually.
DHCP is Dynamic Host Configuration Protocol. Generally a Router is at the top of a Network & it assigns IP address to a device like DVR when connected to it.
Select this option DHCP.
Note down the IP Addresses.
Here the IP address of DVR is assigned as 192.168.1.108 & the Gateway address is 192.168.1.1 .
The Gateway address is the IP address of the Router.
To view DVR over Internet or Mobile you’ve to open two ports for the incoming traffic on your Router.
1) HTTP PORT &
2) MOBILE PORT.
At the bottom you can see HTTP port assigned as 80.This is the default port for webservice WWW.
Click on the arrow mark next to Netservice to know the Mobile port number.
Here the Mobile port number is shown as Mobile Monitor & port assigned is 34599
Now we shall see how to open these two ports 80 (HTTP) & 34599 (Mobile)  inside Router’s settings.
This process is called Port Forwarding.
PORT FORWARDING SETUP ON ROUTER.

Open a web browser like Internet Explorer or Firefox.Type in the Gateway IP address 192.168.1.1
Following table is a list of some Routers with IP address, Username & password.
In this demo we’re using a LinkSys Router.  So type in the IP 192.168.1.1
User Name is admin & password is also admin
Setup Window of Router opens.
You can note that the Router IP address as well as Network IP address are displayed.
Click on Application & Gaming tab.
Click on Port Range Forwarding tab.
Enter any name  under application , say , DVR . Under start , as well as End enter the HTTP port 80.
Select Protocol as Both. Under IP address enter the IP of DVR. Here it is 192.168.1.108.
Check mark the Enable.
Same way enter application name as DVR1 for the Mobile port enabling. Under Start & End enter 34599 .Protocol is Both & IP is the address of DVR.
Save the settings.
Now it’s time to check whether the Forwarded Ports can be seen from outside over Internet.
For this open the web browser & visit  www.canyouseeme.org
This website displays your current external IP address , along with a question “What Port ?”
Enter the HTTP port 80 & click on Check port button.
You should see a “Success : I can see your service on IP xxx.xxx.x.x on port 80 “.
Again check for the mobile port 34599 to see a success.
If you do not get a success , the port forwarding you’ve done is not correct.Again open the Router Setup & check the correct entries for port forwarding.Check whether the Enable box is checked.
Once you see Success on this site , you can go ahead with your Mobile installation.