Showing posts with label ডোম. Show all posts
Showing posts with label ডোম. Show all posts

Friday, July 28, 2017

Security Camera & 498A Law

সিকিউরিটি  ক্যামেরা ও  ৪৯৮এ ধারা 

আত্মরক্ষার জন্য আপনার ব্রুস লি হওয়ার দরকার নেই। অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। খুন-ছিনতাইসহ সব ধরনের অপরাধের রহস্য উদ্ঘাটন ও অপরাধী গ্রেফতারে প্রযুক্তি ব্যবহার করে তারা সফলতা পাচ্ছে। আর এ কারণে উন্নত দেশের আদলে পশ্চিম বঙ্গেও আইন প্রয়োগকারী সংস্থার প্রায় প্রতিটি বিভাগেই সংযোজন করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।
ওয়েবসাইট, ডাটাবেজ, নেটওয়ার্কিং, ই-ট্রাফিক প্রসিকিউশন, কমিউনিকেশন সার্ভার, সিসি ক্যামেরা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারসহ প্রযুক্তির নানা দিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে নিচ্ছে বহুদূর। এতে জনগণের সেবা দেওয়ার পাশাপাশি তাদের অভ্যন্তরীণ কাজেও গতি আসছে।
আপনার সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা বলছি না তবে প্রযুক্তির যে বিষয় গুলো সম্পর্কে না জানলেই নয় তা সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। যেমন ধরি সিকিউরিটি ক্যামেরা  আগে একটা সময় ছিল যখন সিকিউরিটি ক্যামেরা ব্যাবহার করা হত শুধু বড় প্রতিষ্ঠান গুলোতে। কিন্ত এখন শপিং সেন্টার গুলোতে গেলে দেখবেন প্রতিটি দোকানে সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে। এমন কি বাসা বাড়িতে নিরাপত্তার জন্য সিকিউরিটি ক্যামেরা ব্যবহার ক্রমশ বেড়ে যাচ্ছে। চলুন জেনে নেই এর কারণ এবং বিভিন্ন ধরণের সিকিউরিটি ক্যামেরা সম্পর্কে । নিজের প্রয়োজনীয়তা অনুসারে বেছেনিন CCTV ক্যামেরা । অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরে ।

১। ডোম ক্যামেরা
যে সমস্ত এলাকায় ঐ জায়গাটি সিসিটিভি সিষ্টেম দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রচার করার প্রয়োজন হয়, সেসব জায়গায় নরমাল ক্যামেরা লাগানো হয়। যাদেরকে ডোম ক্যামেরা বলা হয়ে থাকে। সাধারনত মিল-ফ্যাক্টরী, ব্যাংক-বীমা সহ অন্যান্য সব অফিসে প্রকাশ্যেই এসব সিকিউরিটি ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে। এসব ক্যামেরা, ক্যামেরা মাউন্টিং ব্রাকেট দিয়ে দেয়ালে বা কলামে লাগানো হয়। যেহেতু এটি কালো গ্লাস দিয়ে আবৃত থাকে তাই এটি ঠিক কোন দিকে পয়েন্ট করে আছে তা বুঝা যায় না । দু – ধরণের ডোম ক্যামেরা পাওয়া যায় । একটি সাধারণ প্লাস্টিক তৈরি অন্যটি মেটাল দিয়ে তৈরি । মেটাল বডি ডোম ক্যামেরা ব্যবহার করলে তা সহজে ভেঙ্গে ফেলা যায় না । এটি নির্দিষ্ট পরিমাণ এলাকা কাভার করতে পারে ।


২। বক্স ক্যামেরা 
বাড়ির বাইরে দূরবর্তী কোন এলাকা কাভার করার জন্য বক্স ক্যামেরা ব্যাবহার করা হয়। এই ক্যামেরা প্রতিস্থাপনের জন্য একটি বাক্স আকৃতির কভার প্রয়োজন, যদি ক্যামেরাটি বাড়ির (হল ঘর) ভেতরে থাকে তবে কভার দরকার পরে না । কম আলোতেও এটি খুব ভাল কাজ করে । কেউ এই ক্যামেরার দৃশ্যমান অংশের মধ্যে আসলে বস্তূ কে ভালো করে বোঝতে পারে। পাশাপাশি আলো কমলে বা বেড়ে গেলে এটি নিজে থেকেই এডজাস্ট করে নেয় কারণ খুব কম আলোকে কাজ করতে সখ্য়ম । উপর থেকে কোন কিছু পর্যবেক্ষণ করতে এই ক্যামেরা ব্যাপক ভাবে ব্যাবহারিত হয়। অনেক সময় একে ডে-নাইট ক্যামেরাও বলে

৩। ইনফ্রা- রেড ক্যামেরা
এই ক্যামেরাগুলি দেখতে বুলেট এর মতো এবং ক্যামেরা মাউন্টিং ব্রাকেট দিয়ে দেয়ালে বা কলামে লাগানো হলেও এর দক্ষতায় আকাশ-পাতাল তফাৎ রয়েছে। অন্ধকারের সৈনিক খ্যাঁত এই ক্যামেরা কাজ করবে রাতের অন্ধকারে । এই ক্যামেরার লেন্স এর চতুর্দিকে সাজানো রয়েছে অনেকগুলো ইনফ্রা-রেড ইলুমিনেটর এবং একটি সেন্সর। দিনের বেলায় যেমন ঝকঝকে রঙ্গীন ছবি পাওয়া যায়, ঠিক তেমনি নির্দ্দিষ্ট পরিমান আলো না থাকলে তখনই সেন্সরটি ইলুমিনেটর গুলোকে জ্বালিয়ে দেয়। যার ফলে অমাবশ্যা রাতের মত ঘুট-ঘুটে অন্ধকারেও ৫০ ফুট দূরের বস্তু পরিষ্কার দেখা যায়। কিন্তু মানুষের চোখ এই ইলুমিনেটর এর কোন আলোই চোখে দেখেনা। এটি অনেক দূরে স্থাপন করে শত্রুকে খুব সহজে  দেখা দেয়া যায় । এটি কেনার সময় এর ইলউমিনেশান ক্ষমতা দেখে নিবেন । এই ক্যামেরার সাথে যদি 30 LED নির্দেশ করা থাকে তাহলে বোঝতে হবে এটি ৩০ ফিট পর্যন্ত কাভার করতে পারবে। বাজারে বিভিন্ন মানের  ইনফ্রা রেড ক্যামেরা আছে । যাচাই করে দেখুন কোনটা কত দিন টেকসই করবে। এই ক্যামেরাটি স্বল্প ও মধ্যবর্তি দূরত্বে কাজ করে।মোটামুটি আলোর মধ্যে এটি ভাল কাজ করে । সংকীর্ণ কোন স্থান থেকে নজরদারি করার জন্য এটি ব্যবহার করা হয়।

। আউটডোর ক্যামেরা
এই ক্যামেরাটি ওয়েদার প্রুফ । রোধ , বৃষ্টি , ধুলাবালি সব কিছুতেই ওস্তাদ বলা চলে। অফিস ,মার্কেট বা খোলা জায়গায় এটি খুব ভাল কাজ করে । বর্তমানে বিভিন্ন রাস্তার মোড়ে এই ক্যামেরা ব্যাবহার করে হয়ে থাকে । পাশাপাশি আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্তা গুলো বিভিন্ন জায়গায় সভা সমাবেশের নিরাপত্তা দেওয়ার জন্য এই ক্যামেরা ব্যাবহার করে থাকে । এই ক্যামেরা মূলত  বুলেট ক্যামেরা 

৫। স্পাই ক্যামেরা
এই ক্যামেরা গুলো দেখলে বুঝার কোন উপায় নেই যে এগুলো ক্যামেরা । এগুলো হতে পারে বিভিন্ন সাইজের । এই ক্যামেরা ব্যাবহার করার ক্ষেত্রে আইনি জটিলতা আছে। আপনি চাইলে ইচ্ছে মত যেখানে সেখানে এই ক্যামেরাব্যাবহার করতে পারবেন না । স্পাই ক্যামেরা  অনেক ধরনের হতে পারে যেমন – কলমঘড়িস্মোক ডিটেক্টর, বোতাম মধ্যে লুকানো থাকতে পারে । এই ক্যামেরাকে অনেকসময় পিন হোল ক্যামেরাও বলে । 

৬। ওয়্যারলেস  ক্যামেরা
এমন কোন স্থানে যেখানে আপনি তার ব্যবহার করতে পারছেন নাসেখানে আপনি এই ক্যামেরা ব্যাবহার করতে পারেন। তবে মনে করবেন না যে ক্যামেরা পাওয়ারও ওয়্যারলেস রিসিবার দিয়ে সম্ভব । কত দূর থেকে আপনি সিগনাল রিসিভ করবেন তা পুরোটাই নির্ভর করবে ট্রান্সমিটার ও রিসিবারের ক্ষমতার উপর। এটি সর্বোচ্চ 100m পর্যন্ত এলাকা কাভার করতে পারে । এই ক্যামেরা বুলেট, বাক্স, ডোম ক্যামেরা হোতে পারে 

৭। পি টি জেড (পেন টিল্ট ঝুম) / স্পিড ডোম ক্যামেরা
আপনি যদি আপনার ক্যামেরাকে লাইভ কন্ট্রোল (উপর নিচ আগে পিছনে সাইডে ইত্যাদি ) করতে চান তাহলে এই ক্যামেরা ব্যাবহার করতে পারেন । আপনি চাইলে নির্দিষ্ট এলাকাই মুভ করার জন্য এই ক্যামেরা সেট করে দিতে পারেন । আপনি বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে  দেখতে পারেন । ঝুম করে করে দেখতে পারেন36x পর্যন্ত।  এটি প্রি-সেটাপে ও খুব ভাল কাজ করে। বাড়ির বাইরে ব্যবহার করলে ক্যামেরায় উপযুক্ত ঢাকনা দিতে হয় । নাইট ভিশনের অত্যাধুনিক একটি ক্যামেরা বাজারে পাওয়া যায় যেটি PTZ নাইট ভিসন ক্যামেরা নামে পরিচিত এবং এ ক্যামেরাটি অনেক শক্তিশালী। এটি সর্বোচ্চ  মাইল পর্যন্ত যেকোন জিনিস খুব কাছে নিয়ে এসে দেখতে পারে ।

। স্পাই ড্রন
এই ক্যামেরাটিকে বলা হয় বিশ্বের সব চেয়ে শক্তিশালী ক্যামেরা  এটি ব্যাবহার করা হয় যুদ্ধ ক্ষেত্রে । আসুন জেনে নিই এর ক্ষমতা । এটি ১৭৫০০ ফিট উপর থেকে চিহ্নিত করতে পারে আপনি কোন মোবাইলটি ব্যাবহার করছেন । ৬ ইঞ্চি সাইজের যেকোন বস্তু মাটি থেকে ঝুম করে দেখার ক্ষমতা আছে । একটি সিঙ্গেল ইমেজে ১৫ স্কয়ার মাইল পর্যন্ত কাভার করতে পারে ।
উল্লেখ্য যে সিকিউরিটি ক্যামেরা গুলোর মূল্য দেওয়া হয়নি কারণ এগুলো তাদের ক্ষমতা  আনুসারে বিভিন্ন ধরণের হতে পারে । পাশাপাশি অধিকাংশ ক্যামেরার ঝুমিং রেঞ্জ দেওয়া হয়নি কারণ দামের উপর ভিত্তি করে ঝুমিং ক্ষমতাও ভিন্ন হতে পারে ।
বর্তমানে সব ক্যামেরাই নাইট ভিশন ব্যবস্থা  আছে । তারপরেও যারা ক্যামেরা কিনবেন তারা অবশ্যই দেখে কিনবেন ।

 ডি ভি আর (ডিজিটাল ভিডিও রেকর্ডার)
কোন বড় বাড়ির নিরাপত্তা বাড়াতে ব্যবহৃত হতে পারে এই ৪ , ৮ বা ১৬ চ্যানেলের ষ্ট্যান্ড এ্যালোন এমবেডেড ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার)। এই সিষ্টেমে ৪, ৮-১৬ টি ক্যামেরার ছবি একই পর্দায় একসাথে দেখা যায় আলাদা আলাদা ভাবে হার্ডডিস্কে রেকর্ড হয়। বিশেষ কোন প্রয়োজনীয় মুহুর্তের ছবি ডিভিডিতে রাইট করে ভবিষ্যতের জন্য সংরক্ষন করা যায়। এছাড়াও হাই স্পীড ইন্টারনেট (স্ট্যাটিক আইপি) সংযোগ এর মাধ্যমে বিশ্বের যেকোন জায়গা থেকে লগ ইন করে লাইভ সিসিটিভি মনিটরিং বা রেকর্ডিং করা যায়। ডিভিআর ব্যবহার যেমন সহজ তেমন দাম ও খুব কম । ৪ চ্যানেল এর ডিভিআর সর্বোচ্য ৪টি ক্যামেরা, ৮ চ্যানেল সর্বোচ্য ৮টি ক্যামেরা এবং ১৬ চ্যানেল সর্বোচ্য ১৬ টি ক্যামেরা গ্রহণ করতে পারে। আপনি কত দিনের চলমান ছবি জমা করতে চান তার উপর নির্ভর করে হার্ড ডিস্ক 

বর্তমানে পশ্চিম বঙ্গে DVR / DVR কার্ড দিয়ে সিকিউরিটি ক্যামেরা খুবই মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অফিসকল-কারখানাবাসা-বাড়ি প্রায় সব জায়গাতেই ইদানিং ক্লোজ সার্কিট ক্যামেরা (CCTV) দেখা যায়। সিসিটিভি স্থাপন করা এখন আর আগের মত ব্যয়বহুল এবং ঝামেলাপূর্ন নয়। চলুন এ সম্পর্কে কিছুটা জানা যাক।

একটা সিসিটিভি সিস্টেম বসাতে মূলত যা যা প্রয়োজন হয় তা হল…
ক্যামেরা সংযোগের জন্য DVR / DVR কার্ড ( DVR কার্ড নিলে উচ্চ ক্ষমতা সম্পন্য কম্পিউটার প্রয়োজন )
প্রয়োজনীয় সংখ্যক ক্যামেরা এবং কোএক্সিয়াল ক্যাবল।
প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই ও মনিটর

কয়েক ধরনের ক্যামেরা পাওয়া যায় যেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। যেমন:- কিছু ক্যামেরা শুধু ভিডিও ধারন করতে পারে এবং কিছু ক্যামেরা ভিডিওর সাথে সাথে শব্দ ও ধারন করতে পারে (এক্ষেত্রে DVR / DVR কার্ড ও শব্দ রেকর্ড করার উপযোগী হতে হবে) আবার কিছু ক্যামেরা আছে যা রাতের অন্ধকারে ও কাজ করে। এছাড়া ক্যামেরায় বিভিন্ন ধরনের লেন্স ও ব্যবহার করা যায়।

কম্পিউটার কেনার সময় যে সমস্ত ডিভাইসগুলো দিকে বেশি প্রাধান্য দিতে হবে তা হলপ্রসেসর, RAMএবং হার্ডডিস্কের ক্যাপাসিটি। প্রসেসসর ডুয়াল কোর হলে ভাল হয়, RAM কমপক্ষে  গিগাবাইট হতে হবে তবে  গিগাবাইট হলে ভাল আর যত বেশী ক্যাপাসিটির হার্ডডিস্ক লাগাবেন তত বেশী ভিডিও সার্ভারে ব্যাকআপ থাকবে। সাধারন ৫০০গিগাবাইট থেকে ১ টেরাবাইট হার্ডডিস্ক লাগানো হয়। সিসিটিভি সিস্টেম কনফিগার করা খুব জটিল কোন কাজ না। DVR কার্ড ড্রাইভার ইনষ্টল করা অন্যসব ডিভাইসের মতই। আর সিসিটিভি সফটওয়্যারটার সাথে দেওয়া ম্যানুয়াল পড়লেই এটা কনফিগারের আইডিয়া পেয়ে যাবেন। প্রোগ্রাম সেটাপের সময় অবশ্যই মনিটরের রেজ্যুলেশনের বিষয়টা খেয়াল রাখবেন। রেজ্যুলেশন ১০২৪X৭৬৮ হলে ভাল হয় অন্যথায় অনেক সময় ডিসপ্লে করবে না। মজার ব্যাপার হলযে কম্পিউটারটি সিকিউরিটি সার্ভার হিসাবে ব্যবহার করবেন তা থেকে ঐ নেটওয়ার্কে অবস্থিত সবাই এটি দেখতে পারবে। আর আপনার সার্ভার মেশিন এর আইপি যদি রিয়েল হয় তাহলে তো কোন কথাই নেই পৃথিবীর যে কোন স্থানে বসে আপনি দেখতে পারবেন আপনার বাসা বা অফিসের কার্যক্রম।

১০। এন ভি আর
কোন বড় বাড়ির নিরাপত্তা বাড়াতে ব্যবহৃত হতে পারে এই ৪ , ৮ বা ১৬ চ্যানেলের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার ( এন ভি আর ) এই সিষ্টেমে ৪, ৮-১৬ টি ক্যামেরার ছবি একই পর্দায় একসাথে দেখা যায় আলাদা আলাদা ভাবে হার্ডডিস্কে রেকর্ড হয়। বিশেষ কোন প্রয়োজনীয় মুহুর্তের ছবি ডিভিডিতে রাইট করে ভবিষ্যতের জন্য সংরক্ষন করা যায়। এছাড়াও হাই স্পীড ইন্টারনেট (স্ট্যাটিক আইপি) সংযোগ এর মাধ্যমে বিশ্বের যেকোন জায়গা থেকে লগ ইন করে লাইভ সিসিটিভি মনিটরিং বা রেকর্ডিং করা যায়। ওয়্যারলেস এন ভি আর হলে ক্যামেরাও ওয়্যারলেস হতে হবে । ৪ চ্যানেল এর ডিভিআর সর্বোচ্য ৪টি ক্যামেরা, ৮ চ্যানেল সর্বোচ্য ৮টি ক্যামেরা এবং ১৬ চ্যানেল সর্বোচ্য ১৬ টি ক্যামেরা গ্রহণ করতে পারে। আপনি কত দিনের চলমান ছবি জমা করতে চান তার উপর নির্ভর করে হার্ড ডিস্ক বাছাই করবেন । কিছুটা ব্যয়বহুল  হলেও অনেক ফ্লাট এ আজকাল ওয়্যারলেস সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে । এক একটি NVR  5TB থেকে শুরু করে 20TB পর্যন্ত চলমান তথ্য ধারণ করতে পারে। আপনি কত TB হার্ড ডিস্ক ব্যবহার করেছেন তার উপর নির্ভর করে ।

২৭ - জুন – ২০১৭ ভারতের সুপ্রিম কোর্ট বলেন বধূ নির্যাতন আইনের অপপ্রয়োগ করছেন মহিলারাই! বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বধূ নির্যাতনের অভিযোগ যথাযথ প্রমাণ না পাওয়া পর্যন্ত স্বামী বা তাঁর পরিবারের কাউকে গ্রেফতার করা যাবে না।  উল্লেখ্য ভারতে বধু নির্যাতনের আইনের অপপ্রয়োগ চলে আসছিল অনেকদিন যাবৎ এবং এই মামলাগুলির ৭৫% মিথ্যা ছিল। সমীক্ষা জানাচ্ছে দেশের 98% পুরুষ পারিবারিক নির্যাতনের স্বীকার হয়- সেটা হতে পারে আর্থিক শোষণ, নিত্য অবমাননা, শারীরিক নির্যাতন, বিশ্বাসঘাতকতা, মিথ্যা মামলার হয়রানি , খাদ্যাভাব - ইত্যাদি প্রকারের।
বিবাহে পণ এর দাবি যা মেয়ে পক্ষ থেকেও হয়, হয়রাণিতে যত মানুষ প্রতি বছর আত্মহত্যা করে তার ৭৫% পুরুষ।
NCRB র হিসাবের সারসংক্ষেপ দিচ্ছি - Data given by National Crime Records Bureau IndiaDuring year 2013-2014:
25,000 Rape cases: 76% FALSE.
30,000 Molestation cases: 75% FALSE.
1,00,000 DV/Dowry cases: 98% FALSE.
প্রতি ৯ মিনিটে একজন পুরুষ পারিবারিক, অর্থনৈতিক, মানষিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বধূ নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রত্যেক রাজ্য সরকারকে সব জেলায় একটি করে পরিবার কল্যাণ কমিটি গঠন করতে হবে। পুলিশ বা আদালত, যেখানেই বধূ-নির্যাতনের অভিযোগ দায়ের হোক না কেন, সেই অভিযোগের প্রাথমিক সত্যতা খতিয়ে দেখার জন্য ওই কমিটির কাছে পাঠাতে হবে। একমাসের মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেবে কমিটি। এর পরেই ব্যবস্থা নিতে পারবে পুলিশ। শুধু তাই নয়, ৪৯৮এ ধারায় দায়ের হওয়া অভিযোগ খতিয়ে দেখার জন্য একজন করে বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করারও নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তরা জামিনের আবেদন করলে ট্রায়াল কোর্টে যাতে তার দ্রুত শুনানির ব্যবস্থা করা হয়, তা নিশ্চিত করার পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের মতে, সম্ভব হলে যেদিন আবেদন করা হবে, সেদিনই শুনানির ব্যবস্থা করতে হবে।

এবার আসি সিসিটিভি ক্যামেরা কিভাবে আপনার পরিবার বাঁচাতে পারে, হ্যা লেখাটি পুরুষদের জন্য, কারন বর্তমান  সমাজের  নারীরা জাতা ভাবে তার পুরুষটির উপর চালাচ্ছে অকথ্য অত্যাচার, ভারতে সকলের মতে নারী, পুরুষ সমান সমান। কিন্তু অধিকারের সময়, কোনো আইনের প্রয়োগের সময়, কোনো চাকরীক্ষেত্রে স্থান গৃহণের সময় নারী অগ্রাধিকার গণ্য। কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ কাজে, দেশের জন্য প্রাণ বিসর্জনের সময় কোথায় সেই অগ্রগণ্য নারী? শুধুমাত্র শ্লীলতাহানী, ধর্ষন, নারী নির্যাতনের প্রতিবাদ করলে পুরুষ হয়ে যায় মহিলাদের চোখের মণি।
কোনো শিক্ষিত-চাকুরি রত ছেলে এক ঘোরোয়া, বেকার মেয়ে কে বিয়ে করে কিন্তু কোনো শিক্ষিত, চাকুরিরত মেয়ে কোনো বেকার ছেলে কে বিয়ে করে না। কোথায় থাকে তখন সমান সমান?
আমাদের মেয়েদের সুবিধার জন্য মাতৃভূমি লোকাল ( কলকাতা / হাওড়া ) রয়েছে, সেখানে কোনো ছেলে বা লোক উঠলে ( পুরুষ ) তাকে তার জীবন দিয়ে সেই লোকালে ওঠার দাম দিতে হয়, পুরুষ হকাররাও অনেক সময় ছাড় পায় না।
কিন্তু এই পুরুষ ই জেনারেলে কোনো মহিলা উঠলে তাকে একটু জায়গা করে দেয় (সবাই সমান নয়)।
নারী নিয়ে কথা হলেই আমাদের মাতৃ জাতির কথা মনে হয়, কিন্তু পুরুষ মানেই ধর্ষক, তখন কারও পিতৃ জাতির কথা মনে হয় না।
কোনো সরকারি চাকুরি রত পুরুষের অপরিবর্ত কালে তার স্ত্রী পেনশন পায় কিন্তু কোনো নারীর অপরিবর্ত কালে তার স্বামী পেনশন পায় না।
এই হল আমাদের সমাজ!!! শুধু বলার সময় ই নারী পুরুষ সমান সমান!
আর দম্পতি কর্তৃক সন্তান খুন, বঞ্চিতকরণ, নারীর অন্যায় গুলো তুলে ধরে, নারীকর্তৃক অপরাধ গুলো সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে, সেই পুরুষ হয়ে যায় নারী-বিদ্বেষী।
অনেকেই আমাকে নারী হয়ে নারী বিরোধী আখ্যা দেবে তবুও আমি এই পোস্ট টা করলাম। সম্মান করা উচিত মানুষ কে, লিঙ্গ ভেদে নয়। কারও থেকে সম্মান পেতে হলে তাকেও উপযুক্ত সম্মান দিয়ে হয়।।

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক সূত্রে একটি গবেষণাপত্রে যা জানা গেছে স্ত্রী বা বান্ধবীর হাতে বাংলাদেশে পুরুষ নির্যাতনের ঘটনা সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি। শুধু বাংলাদেশ নয় বিশ্ব জুড়ে আশংকাজনক ভাবে বাড়ছে পুরুষ নির্যাতনের ঘটনা। নারীরাই পারিবারিক নির্যাতনের শিকার হন বেশি- প্রচলিত এই ধারণাকেও পাল্টে দিচ্ছে নানা সমীক্ষা। এক গবেষণায় জানা যায় বাংলাদেশে পারিবারিক নির্যাতনের ৪০% হয় পুরুষের ওপর। স্ত্রী বা বান্ধবীর হাতে পুরুষ নির্যাতনের ঘটনা সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি। পুরুষ অধিকার নিয়ে কাজ করা 'প্যারিটি' নামের প্রচারণা গ্রুপের দাবি, সারা বিশ্বেই পুরুষ নির্যাতন বাড়ছে। ব্রিটেনে প্রতি পাঁচটি পারিবারিক নির্যাতনের ঘটনার দুটির শিকার পুরুষ। অর্থাৎ ৪০% নির্যাতনের ঘটনা ঘটে পুরুষের ওপর।প্যারিটির প্রতিবেদনে বলা হয়, পুরুষ তাঁর স্ত্রী বা বান্ধবীর হাতে নির্যাতনের শিকার হলেও পুলিশ প্রায়ই এ ধরনের ঘটনা পাত্তা দেন না। তা ছাড়া নির্যাতনকারী নারী সহজেই ছাড়া পেয়ে যায়। এ ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষরা আইনের আশ্রয় কম পান। পারিবারিক নির্যাতনের ওপর পরিচালিত ওই সমীক্ষায় দেখা যায়, স্ত্রী বা বান্ধবীর হাতে পুরুষ নির্যাতনের ঘটনা সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি।
বিবাহের পূর্বে ঘরের বিভিন্ন অংশে ডোম ক্যামেরা / পিনহোল ক্যামেরা রাখা যেতে পারে, DVR / DVR  কার্ড খুব গোপন জায়গাতে রাখা দরকার, ক্যাবল দিয়ে ক্যামেরা কানেক্ট করার বদলে ব্যবহার করতে পারেন WI-FI ক্যামেরা (ওয়্যারলেস ক্যামেরা), ওয়্যারলেস ক্যামেরা নিলে আপনার চাই NVR , ভিডিও তথ্য সংরক্ষয়নের জন্য, সেখ্যেত্রে আপনার স্মার্ট ফোনে aaps ব্যবহার করে সরাসরি চালনা করতে পারেন । বেড রুম -এ ক্যামেরা না রাখাই ভালো। যদি  বেড রুম -এ ক্যামেরা বসতেই হয় তবে ইনফ্রা-রেড ক্যামেরা বসাবেন না, ব্যবহার করুন সাধারণ লেন্স ক্যামেরা (৩.৬mm) যেকোনো রকম পারিবারিক কথা বার্তা আদানপ্রদান ক্যামেরা র সামনে করার চ্যাষ্টা করবেন, হার্ড ডিস্ক এর ধারকত্ব অনুসারে ভিডিও তথ্যের ব্যাকআপ নিতে ভুলবেন না ।  বাসার / বাড়ীর বাইরে প্রধানত প্রধান প্রবেশপথ (বুলেট ক্যামেরা), পেছন প্রবেশ পথ ও খোলা বারান্দা / ছাদ -এ ইনফ্রা-রেড (IR বুলেট)  ক্যামেরা বসাতে ভুলবেন না। ভিডিও তথ্য আইন সম্মত এবং আপনার স্ত্রী ৪৯৮এ অথবা কোনো কেস করলে আপনি প্রমান হিসেবে ভিডিও ফুটেজ পেশ করে আপনার জীবন বাঁচাতে পারেন । আপনার স্ত্রী অতীব চালাক হলে ক্যামেরা ভেঙে দিতে পারে তাই আপনি মেটাল বডি ক্যামেরা লাগাতে পারেন, তবে ক্যামেরা র পাওয়ার ইউপিএস ব্যবহার করুন এবং দৃশ্যমান অংশ / লেন্স ছাড়া বাকি অংশ যেন আবদ্ধ থাকে ।

২৯ জানুয়ারি ২০১৭ আমরা দেখেছি স্বামীর লাগানো গোপন ক্যামেরায় ধরা পড়ল স্ত্রীর গোপন কান্ড।
2 ফেব্রুয়ারী ২০১৭ ঘরের দরজা বন্ধ করে ২১ বছরের প্রেমিকা তার নাবালক প্রেমিকের সাথে কি করল সিসিটিভি ফুটেজ দেখলো পুলিশ, গ্রেফতার প্রেমিকা.
২১ মার্চ ২০১৭ গোপন ক্যামেরায় ধরা পড়ল গ্যাং কালচারের নামে কিশোরদের নানা অপরাধ কর্ম.
৬ মে ২০১৭ গোপন ক্যামেরায় ধরা পড়ল শাশুড়ি বউয়ের এ কি কান্ড ! বৌ গ্রেফতার
২৮ জুন ২০১৭ ঘরে স্বামীর গোপন ক্যামেরা ধরা পড়ল স্ত্রীর অনৈতিক কর্মকান্ড।
১৮ জুলাই ২০১৭ স্ত্রীকে সন্দেহ, পুরো বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা, শেষে সন্দেহ সত্যতায় পরিণত ।

এরকম অনেক প্রমান পাওয়া গেছে স্ত্রী -রা একা ফ্লাট বাড়িতে বসেই পরকীয়ায় লিপ্ত হয়, অনেকসময় বাসা বাড়িতে প্রায়শই চুরি বা ডাকাতির ঘটনা ঘটে থাকে। যদিও এগুলো অনিয়মিত কিছু দুর্ঘটনা তবুও কিছু সতর্কতা মেনে চললে বাসায় চুরি ঠেকানো যায়। বাসা বাড়ির নিরাপত্তা বজায় রাখার জন্য নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখা উচিত - 
  • আপনার বাসা/অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন।
  • বাসা/ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন।
  • বাসা/বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। যে সমস্ত দরজা-জানালা দুর্বল অবস্থায় আছে তা মেরামত করে নিন এবং যথাসম্ভব সুরক্ষিত করে নিন। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন।
  • বাসা/বাড়ির নীচতলায় বসবাসকারীগণ ভেন্টিলেশনের জানালা বন্ধ নিশ্চিত করুন।
  • দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন।
  • মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ হেফাজতে রাখুন এবং তালাবদ্ধ করুন। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিতে পারেন।
  • দীর্ঘ ছুটিতে বাসার বাইরে গেলে বাসা/বাড়ি ত্যাগের পূর্বে যে সমস্ত প্রতিবেশী/পাশের ফ্ল্যাটের অধিবাসী যারা থাকবেন তাদেরকে আপনার বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করুন এবং ফোনে তাদের সাথে যোগাযোগ রাখুন। CCTV  ইন্টারনেট / ইউপিএস সুরক্ষিত করুন 
  • আপনার অনুমতি না নিয়ে কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করুন। নিরাপত্তাকর্মী না থাকলে আগন্তুক এর পরিচয় নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না।
  • ভাড়াটিয়াগণ পূর্বেই বাসার মালিককে দূর্গা পূজা / X -mas উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করুন।
  • বাসা/বাড়ি ত্যাগের পূর্বে আপনার রুমের লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ বন্ধ করেছেন কিনা তা নিশ্চিত হোন এবং পানির ট্যাপ ও গ্যাসের চুলা বন্ধ করুন।
  • বাসার গেট বা দরজা খোলা রেখে ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না।
  • বাসায় কোনো ভিক্ষুক কিংবা অনাথদের ইফতার করাতে হলে তাদের গতিবিধি পর্যবেক্ষণে রাখুন।
  • বাসার গাড়ির গ্যারেজ সুরক্ষিত করুন।
  • বাসার জানালা/দরজার পাশে কোন গাছ থাকলে শাখা-প্রশাখা কেটে ফেলুন যাতে অপরাধীরা শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।
বাসা-বাড়িতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ব্যবহার বেড়েছে।এ কারণে বেড়েছে সিসি ক্যামেরার বিক্রি। কলকাতার নামি সিকিউরিটি সিস্টেমস কোম্পানিকে কর্ণধার বলেন" নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার চাহিদা আগের চেয়ে এখন অনেক বেশি বেড়েছে। বিগত ছয় মাস ধরে বাসা-বাড়িতেও ক্যামেরা লাগানোর হার বেড়েছে। চাহিদা বাড়ায় আমদানিও বেশি হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আমদানি হলেও চীনের তৈরি সিসি ক্যামেরার দাম তুলনামূলক কম হওয়ায় বিক্রি হচ্ছে বেশি। প্রতিদিন গড়ে ১০ সেট সিসি ক্যামেরা বিক্রি হয়।" সিসিটিভি সেটের সঙ্গে অনেকে নিরাপত্তা মূলক অ্যালার্ম সিস্টেম লাগাচ্ছে। 
CCTV Footage and Voice recording through proper voice recorder or mobile but it should be clear is acceptable in the court and it comes under the Digital evidence in Indian Evidence Act.

এতদিনের বদ্ধমূল ধারণা পুরুষ তথা স্বামী মাত্রই অত্যাচারী আর মহিলা তথা গৃহবধূরা সব ক্ষেত্রে অত্যাচারের শিকার, নির্বিবাদে শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক অত্যাচার, গালমন্দ, সহ্য করেন। 
অত্যাচার সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তবেই তাঁরা বিচার প্রার্থনা করেন।
কিন্তু বাস্তব ঘটনা সম্পূর্ণ বিপরীত, মহিলারাই প্রতি মুহূর্তে নির্যাতন করেন পুরুষরা নন।
সুপ্রিম কোর্টের এই রায় বাস্তবতাকে কিছুটা হলেও স্বীকৃতি দিয়েছে, কিন্তু নিরাপরাধ ব্যক্তির কাজে আসবে কিনা সেটাই বড় প্রশ্ন।

আশা করি পোস্টি আপনার কাজে লাগবে । আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি । সবাই ভাল থাকবেন ।

Saturday, June 3, 2017

সিসিটিভি লাগানোর হার অনেক বেড়েছে

সিসিটিভি লাগানোর হার অনেক বেড়েছে


সিসিটিভি ক্যামেরা সিষ্টেম এর ব্যবহার আমাদের দেশে দশ-পনের বছর আগে শুরু হলেও পশ্চিম দেশগুলোতে আরো বহু আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। যদিও সিসিটিভি ক্যামেরা সিষ্টেম তখন ছিল শুধু সাদা-কালো, এসব ক্যামেরায় অল্প আলোতেই পরিষ্কার ছবি দেখা যেত। পরবর্তিতে রঙ্গীন ক্যামেরা বাজারে আসলেও স্বচ্ছ ছবির জন্য প্রচুর আলোর প্রয়োজনীয়তার কারনে ব্যবহার সীমিত হয়ে পড়ে। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে অনেক কম আলোতেই রঙ্গীন ক্যামেরায় পরিষ্কার ছবি দেখতে পাওয়া যায়। ফলে এখন আর সাদা-কালো সিসিটিভি ক্যামেরা বা সিষ্টেম উৎপাদন হচ্ছেনা। বর্তমান চাহিদা অনুযায়ী দুই ধরনের রঙ্গীন সিসিটিভি মনিটরিং সিষ্টেম বাজারে পাওয়া যাচ্ছে। ষ্ট্যান্ড এ্যালোন এমবেডেড ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) সম্বলিত সিসিটিভি মনিটরিং সিষ্টেম এবং পিসি বেজড সিসিটিভি মনিটরিং সিষ্টেম। ব্যবহারের ভিন্নতার কারনে বর্তমানে রঙ্গীন সিসিটিভি ক্যামেরা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমনঃ সাধারন ক্যামেরা, ডোম ক্যামেরা, হিডেন ক্যামেরা, স্পাই ক্যামেরা, স্পীড ডোম পিটিজেড ক্যামেরা, ডে-নাইট ক্যামেরা, জুম ক্যামেরা, ভেন্ডাল প্রুফ ক্যামেরা এবং আই পি ক্যামেরা উল্লেখযোগ্য। 

সন্ত্রাসী হামলা ও বাসাবাড়িতে ঢুকে সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলা নগরবাসীর মধ্যে। বাড়তি নিরাপত্তার জন্য বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর হিড়িক পড়েছে। এ ধরনের ক্যামেরা লাগানো হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকার সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে। সিসি টিভি ক্যামেরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও চলছে বেচাকেনার ধুম। ডিজিটাল সিকিউরিটি ওয়ার্ল্ড-এর কর্ণধারের মতে, বর্তমানে সিসিটিভির স্বর্ণযুগ চলছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শুধু বাড়ি বা অফিস-আদালতই নয়, ছোটো ছোটো হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানো হয়েছে। 

বাংলাদেশ : তোপখানা রোডের বৈশাখী রেস্তরাঁর ম্যানেজার মো. সেলিম জানান, নিরাপত্তাই মূল কথা এখন। এ জন্যই আমরা সিসিটিভি লাগিয়েছি। এদিকে গত ১৮ই নভেম্বর প্রকাশকদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সঙ্গে বৈঠক করে ঢাকা জেলা প্রশাসন। বৈঠকে গুরুত্বের সঙ্গে সিসিটিভির বিষয়টি আলোচনায় আসে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সদরঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রধান রাস্তাগুলোতে সিসিটিভি লাগানো কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে ওইসব এলাকায় ১৬টি সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া, দোকানের ভেতরে সিসিটিভি লাগানোর জন্য দোকান মালিক সমিতিকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর শিকদার লোটন বলেন, প্রকাশক দীপন খুন হওয়ার পর থেকে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জীবনের হুমকি রয়েছে। সেই সঙ্গে আমাদের প্রতিষ্ঠানেরও নিরাপত্তার বিষয় আছে। তাই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। বায়তুল মোকাররম মার্কেট ও বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট ঘুরে দেখা যায়, সিসিটিভি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সর্বনিম্ন সাড়ে ১২শ’ টাকা থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকায় সিসি ক্যামেরা কেনাবেচা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, তাইওয়ান, চীন ও হংকংসহ বেশকিছু দেশ থেকে সিসিটিভি আমদানি করছেন তারা। সিসিটিভি বিক্রি প্রতিষ্ঠান ক্যামেরা মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক এমএ গাফফার মোল্লা মানবজমিনকে বলেন, সিসিটিভির চাহিদা বেড়ে গেছে প্রচুর। আগের তুলনায় ডাবল বিক্রি হচ্ছে। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এখন খুবই প্রয়োজনীয়। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে এর চাহিদা বেড়েছে। বায়তুল মোকাররম মার্কেটের ডিজিটাল ক্যামেরা মার্ট-এর ম্যানেজার সাদ্দাম হোসেন জানান, অ্যাপার্টমেন্ট, মার্কেট ও ফ্যাক্টরিসহ সব ধরনের প্রতিষ্ঠানগুলো সিসিটিভি ক্রয় করছে। আগে বড় বড় শপিং মলে সিসিটিভির চাহিদা ছিল। কিন্তু এখন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত বাসাবাড়িতে সিসিটিভির অনেক চাহিদা। 

কোলকাতা মার্কেটে সিসিটিভি কিনতে আসা রবীন্দ্র সরোবরের একজন বাড়ির মালিক সৌম্যব্রত মিত্র বলেন, নিরাপত্তার সবচেয়ে বড় হাতিয়ার এখন সিসিটিভি। বিপদ-আপদ আগে থেকে জানান দিয়ে আসে না। তাই আগে থেকেই সতর্ক থাকার জন্য এই উদ্যোগ নিয়েছি। এদিকে নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে থাকেন প্রকৌশলী অমিত্রভা সেন। পাশাপাশি তিনি ওই বিল্ডিংয়ের ফ্ল্যাট মালিক সমিতির কোষাধ্যক্ষ। তিনিও এসেছেন বেশকিছু সিসিটিভি কিনতে। সেন জানান, ফ্ল্যাটের অন্যান্য মালিক মিলে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, পুলিশ থেকেও তাগিদ দেয়া হচ্ছে। তিনি বলেন, শুধু খুন-খারাপি নয়, চুরি-ডাকাতি ঠেকাতেও সিসিটিভি কাজে আসবে। কয়টি ক্যামেরা ক্রয় করবেন জানতে চাইলে তিনি বলেন, সিসিটিভির বিষয়ে আমার পূর্ব কোন ধারণা নেই। তবে আমরা আমাদের ভবনের কয়েকটি স্পর্ট চিহ্নিত করেছি। এদিকে সিসিটিভির এই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টেকনিশিয়ানদের চাহিদাও। নিশিত ভদ্র এক ফ্রিল্যান্স ব্যবসায়ী ৬ বছর ধরে সিসিটিভি কণ্ট্রাক্টে লাগিয়ে দেয়ার কাজের সঙ্গে জড়িত। তিনি নিয়মিত স্টেডিয়াম মার্কেট ও বায়তুল মোকাররমের নিচতলা থেকে অর্ডার অনুযায়ী পাইকারি দামে সিসিটিভি ক্রয় করেন। নিশিত জানান, যেকোন সময়ের চাইতে এখন তার ব্যবসার অবস্থা ভালো। কাজের চাপও অনেক বেশি। কাজ করে কুল পাওয়া যায় না। তিনি বলেন, আগে এমনও হয়েছে যে, পুরো মাসই বসে থাকতে হতো। কিন্তু এখন সপ্তাহজুড়ে কাজের অর্ডার। তিনি জানান, গত একমাসে পার্ক স্ট্রিটে ৫টি রেস্টুরেন্টে সিসিটিভি লাগানোর কাজ করেছেন তিনি। এছাড়া, ২টি মার্কেট ও ৩টি আবাসিক ভবনে সিসিটিভি লাগিয়েছেন। নিশিত বলেন, এখনও তার হাতে প্রায় ১০টি অর্ডার ঝুলে আছে। নিশিত দেয়া তথ্যমতে, সিসিটিভি লাগান এমন ১০/১২ জনের সঙ্গে তার জানাশোনা রয়েছে। মাঝে মাঝে এমনও হয় সময়ের অভাবে একজন আরেকজনকে কাজ দিয়ে দেয়। এজন্য তাদের মাঝে কিছু বোঝাপড়ার ব্যাপারও থাকে বলে জানান নিশিত। 

শুধু বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক বা বাড়ি নয়। সরকারি অফিসগুলোতেও সিসিটিভি লাগানো হচ্ছে গুরুত্বসহকারে। এমনকি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয়েও এ কার্যক্রম চলতে দেখা গেছে। ভারতীয় জাদুঘরের ডিরেক্টর বি . ভেনুগোপাল জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মুভিং ক্যামেরাসহ মোট XXXটি সিসিটিভি স্থাপন করা হচ্ছে সেখানে। তিনি বলেন, সিসিটিভির মাধ্যমে কোন ঘটনা প্রতিরোধ করা যায় না। কিন্তু সহজে আইডেন্টিফাই করা যায়। বর্তমানে অনেক হাই রেজুলেশন সম্পন্ন ক্যামেরা ক্রয় করা হয়েছে। যাতে চেহারা পরিষ্কারভাবে দেখা যায়। কারণ, আগের ক্যামেরাগুলোতে চেহারা নির্ধারণ করা অনেক বেশি কঠিন ছিলো।

এদিকে এখন পর্যন্ত কোলকাতা (সিটি অব জয়) শহরের যে সমস্ত বাড়িতে সিসিটিভি লাগানো হয়নি, সেগুলোতে ব্যক্তি উদ্যোগে ক্যামেরা লাগানোর তাগিদ দিচ্ছে কোলকাতা পুলিশ। এ ব্যাপারে কোলকাতা পুলিশ কমিশনার বলেন, কোলকাতা শহরে হাজারের অধিক সিসি ক্যামেরা রয়েছে। পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে পুরো কোলকাতা মহনগর এলাকাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা। কিন্তু এটা সময়ের ব্যাপার। অবশ্য আমাদের প্রক্রিয়া চলমান। পর্যায়ক্রমে পুরো কোলকাতা এর আওতায় নিয়ে আসা হবে। তবে আমরা ব্যক্তি উদ্যোগটাকে সবচেয়ে বেশি স্বাগত জানাচ্ছি। এ জন্য বিভিন্ন এলাকার আবাসিক সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছি। তাদের পক্ষ থেকেও এ ব্যাপারে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি। সে অনুযায়ী কোলকাতার দুই ২৪ পরগনা সোসাইটি এক সঙ্গে মিলে এসব এলাকার রাস্তাগুলোতে সিসিটিভি লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা যায়। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে তাদের। বিভিন্ন স্পন্সররা আমাদের কাজে এগিয়ে আসছে। কেআইটি থেকেও সহযোগিতা করা হচ্ছে। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে জড়িতদের প্রথমে চিহ্নিত করা না গেলেও পরে হোটেলের সিসি টিভি ফুটেজ দেখে সেই কাজে সফল হন তদন্তকারী অফিসারেরা। শর্ট স্ট্রিটে মহিলার গুলি চালনার ঘটনা সিসি টিভি ফুটেজ থেকেই জানতে পেরেছিল কোলকাতা পুলিশ। আলিপুর থানায় হামলার ঘটনায় তদন্তে বড় মাধ্যম হয়েছিল সিসি টিভি ফুটেজ। যদিও তদন্তের ক্ষেত্রে পুলিশের সদিচ্ছা কতটা ছিল, তা নিয়েই সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। যদিও তত ক্ষণে সংবাদমাধ্যমে সেই ফুটেজের ছবি দেখে তদন্ত এগোতে সুবিধা হয় পুলিশের। 

উত্তর ২৪ পরগনা র শ্যামনগরের কাউগাছি মোড়ে সোনার দোকানে চুরির ঘটনায় আক্কেল গুড়ুম তদন্তকারী অফিসারদেরও। ১৬টি তালা ভেঙে দোকানে ঢুকেছিল দুষ্কৃতীরা। বহু টাকার জিনিস নিয়ে পালিয়েছে। কিন্তু যাওয়ার আগে নিয়ে গিয়েছে সিসিটিভি, ক্যামেরাও। যা দেখে ব্যারাকপুর কমিশনারেটের এক কর্তা বলতে বাধ্য হলেন, “অপরাধীরা অতি চালাক। অপরাধের কোনও চিহ্ন রাখবে না বলেই সিসি ক্যামেরা, টিভি নিয়ে পালিয়েছে। তবে তদন্ত চলছে। দুষ্কৃতীরা ধরা পড়বেই।” কিন্তু ক্যামেরা খুলে নিয়ে গেলেও ডি ভি আর এর মধ্যে থাকা প্রতিচ্ছবি অপরাধ সনাক্ত করণে সাহায্য করেছে | বর্তমান এ ব্যবসায়ীরা প্রতিচ্ছবি ক্লাউড / এন এ এস এর মধ্যে সংরখ্যিত রাখতে শিখে গেছে অর্থাৎ অপরাধীরা ডি ভি আর / এন ভি আর তুলে নিয়ে গেলেও অপরাধ সনাক্ত করণ সম্ভব | 

বীরভূম : অপরাধমুক্ত শহর গড়তে সিসিটিভিতে মুড়ছে বীরভূম জেলার নলহাটি পৌরসভা| নিরাপত্তার চাদরে মুড়তে গোটা নলহাটি শহরের গুরুত্বপূর্ণ ছয় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু করে দিল নলহাটি পৌরসভা | অসামাজিক কাজকর্ম বন্ধ করতেই এই উদ্যোগ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে | শহরবাসী কে নিরাপত্তা দিতে শহর কে উন্নত প্রযুক্তি সি সি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলার উদ্যোগ নিলো নলহাটি পৌরসভা | 

পৌর সভার ১৬টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এই সিসি ক্যামেরা লাগানো হছে| বিশেষ করে শহরে প্রবেশ পথ জাতীয় সড়ক মন্দির বাজার সহ বিভিন্ন এলাকায় লাগানো হয় .প্রায় ৪২টি সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে | এর ফলে শহর বাসীকে যেমন নিরাপত্তা দেওয়া যাবে ঠিক তেমন চুরি ছিনতাই ও বিভিন্ন অপরাধ মূলক কাজ ও কমবে বলে পৌরপতির দাবি | পৌর সভার এই কাজ কে স্বাগত জানিয়েছেন শহর বাসী| 

সম্প্রতি, নলহাটি পুরসভার চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিং জানান নলহাটি থানার পুলিশ কে নিয়ে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম করা হবে একটি এর ফলে শহরে অপরাধ মূলক কাজ অনেক কমবে| 

বাঁকুড়া: বাঁকুড়ার প্রথম কোনও শহরে এত বড় মাপের সিসিটিভি ক্যামেরা বসানো হল। সোনামুখী পৌরসভা ও সোনামুখী থানার যৌথ উদ্যোগে সোনামুখী শহরে বসানো হল এই সিসিটিভি ক্যামেরা। 
বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার একটি ছোট্ট শহর সোনামুখী। ছোট্ট হলেও খুবই নামকরা এই পৌর শহরটি। ছোট্ট হলেও বেশ জনবহুল এই শহর। স্কুল, কলেজ, অফিস, ব্যাংক সবই রয়েছে এই শহরটিতে। শহরের মাঝে একাধিক মোড় দিয়ে বাঁকুড়া, দুর্গাপুর, বিষ্ণুপুর, বর্ধমান, পনাগড় বহু দূরপাল্লার বাস সহ বিভিন্ন রুটের গাড়ি ছুটছে এই শহরের উপর দিয়ে। দিন দিন বাড়ছে শহরের জনবসতি তেমনি বাড়ছে দোকানদারের সংখ্যা। এমনিতেই শহরটি খুবই ঘনবসতিপূর্ণ এবং রাস্তাঘাট অতন্ত্য সংকীর্ণ। সেই কারণে সকাল থেকে রাত্রি পর্যন্ত বেশ জমজমাট এই প্রাচীন শহর। সব দিক বিচার করে এই শহরের নিরাপত্তা বাড়াতে এগিয়ে এল সোনামুখী পৌরসভা ও সোনামুখী থানা। সরকারি আর্থিক সহায়তায় শহরের মোড় গুলিতে, বেশ কিছু গুরুত্বপূর্ন জায়গায় ও ওয়ার্ডের বেশ কিছু রাস্তায় বসানো হয়েছে 24 টি সিসিটিভি ক্যামেরা। অত্যাধুনিক প্রযুক্তির ব্যাবহার করা হয়েছে এই সিস্টেমে। যাতে আগামী দিনেও আরও ক্যামেরা বাড়ানোর যায়। আগামীদিনে পুলিশ ও পৌরসভার এই সংখ্যাটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই ক্যামেরাগুলোর কন্ট্রোলরুম সোনামুখী থানায় করা হয়েছে। সেখানেই মনিটরের মাধম্যে নজরদারি চালাবে সোনামুখী থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা। সোনামুখী থানার পুলিশের নজরদারীতে থাকবে এই পুরো বিষয়টি। পুলিশ ও পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। পাশাপাশি এটাও দাবি করেছেন শহরের দোকানদার থেকে সাধারণ নাগরিক এটার মনিটরিং যাতে ঠিক ঠাক হয়। 

সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘শহরের মানুষের নিরাপত্তার জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এটা পরিচালনা করছে। ট্রায়াল রানের সময়ই আমরা এর সুফল পেয়েছি আগামীদিনে এর থেকে সুফল পাবো।” 

বাঁকুড়া জেলা শহরে কয়েকটি জায়গায়, শহরের ব্যাস্ততম রাস্তায় ও বড়জোড়ায় লাগানো রয়েছে এই সিসিটিভি ক্যামেরা। এছাড়ায় অনেকে ব্যাক্তিগত উদ্যোগে নিজের বাড়িতে বা দোকানে ক্যামেরা লাগিয়েছেন নিজেদের নিরাপত্তার বিষয়টি ভেবে। এত বড় মাপের সারা শহর জুড়ে এতগুলো ক্যামেরা লাগানো এই প্রথম সোনামুখী শহরে। ইতিমধ্যে বাঁকুড়া জেলা পুলিশ কিছুদিন আগে বাঁকুড়ার শহরে ঢোকার মুখে লাগানো ক্যামেরার মাধ্যমে আন্তঃরাজ্য লরি পাচার চক্রের কিনারা করেছে। বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা জানিয়েছেন, ”শহরে মানুষের নিরাপত্তা যেমন বাড়ছে তেমনি পুলিশের এই ক্যামেরাগুলো বিভিন্নভাবে উপকারে আসছে। যানজট, ক্রাইম, সমাজবিরোধী কাজকর্ম, ইভটিজিং এই বিষয়গুলো রোধ করা যাবে। 

নিরাপত্তার কারণে সিসিটিভি ক্যামেরা বসানো হবে রবীন্দ্র সরোবরে । রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘নগরোন্নয়ন দফতর এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য কলকাতা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। নগরোন্নয়ন দফতর অর্থও বরাদ্দ করেছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই এই কাজ শুরু হবে।’’

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ পূর্ব) গৌরব শর্মাও বলেন, ‘‘রবীন্দ্র সরোবর এবং তার আশপাশে কয়েকটি জায়গায় নিরাপত্তাজনিত কারণে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। প্রক্রিয়াও শুরু হয়েছে।’’ এই প্রকল্পের জন্য লাগবে প্রায় ছ’কোটি টাকা। 

কলকাতা উন্নয়ন পর্ষদ বা কেআইটি (সম্প্রতি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি’র সঙ্গে মিশে গিয়েছে) সূত্রের খবর, বছর তিনেক আগে প্রাতঃভ্রমণের সময়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান বেশ কিছু যুবক। এর পরেই সরোবরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কেআইটি কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের সঙ্গে এই ব্যাপারে আলোচনাও হয়। সিদ্ধান্ত হয়, কলকাতা পুলিশ সমীক্ষা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে, সরোবর এবং সংলগ্ন এলাকায় কোথায় কত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। কলকাতা পুলিশ সমীক্ষা করে জানিয়েছিল, ২০০টি সিসিটিভি ক্যামেরা লাগানো যেতে পারে। যদিও এতদিন সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়নি । কলকাতার একাধিক গয়নার দোকানে চুরি, কেপমারির ঘটনায় সিসি টিভির ফুটেজ অপরাধীকে ধরতে সাহায্য করেছে। এ ছাড়াও, ইদানীং শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো সিসি টিভি থেকে দুর্ঘটনার তদন্তে পুলিশ যথেষ্ট সাহায্য পেয়ে থাকে। 

রবীন্দ্র সরোবর চত্বরে সম্প্রতি একজন অটোচালক নিহত হওয়ার পর সেখানকার নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন ওঠে। কেএমডিএ-র এক আধিকারিক জানান, অর্থের সমস্যার কারণে প্রকল্প বাস্তবায়িত করতে দেরি হয়েছে। এছাড়াও, সিসিটিভি’র নজরদারির জন্য প্রয়োজন একটি ঘরের। সরোবরে নতুন করে ঘর তৈরি নিয়ে সমস্যা হয়েছিল। ফিরহাদ জানান, বর্তমানে নজরুল মঞ্চের কাছে একটি ঘর চিহ্নিত করা হয়েছে। 

খুব সাধারণ মানুষের সে ব্যাপারে এখনও তেমন সচেতনতা দেখা না গেলেও ব্যবসায়ীরা ও আবাসনের মানুষের সচেতন হয়েছেন। নিরাপত্তার স্বার্থে সিসি টিভি বসানোর পক্ষপাতী অনেকেই। যা বহু ক্ষেত্রে চুরি-ডাকাতি ঘটে গেলে তদন্তের মূল হাতিয়ার হয়ে উঠছে পুলিশের কাছেও। এর আগে একাধিক বড় ঘটনায় এ ভাবেই সাফল্য পেয়েছে পুলিশ।

সোনার দোকানে ডাকাতি রুখতে এবার উত্তর ২৪ পরগনা জেলার প্রতিটি পুরসভা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে সচেতনতার পাঠ নিতে পথে নামছে রাজ্যের শাসকদল। নিরাপত্তার স্বার্থে প্রত্যেক দোকানে সিসি টিভি লাগানো, বড় দোকানগুলিতে সিকিউরিটি এলার্ম লাগানো ইত্যাদি পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে ভল্টে হাত দিলে নিজে থেকেই এলার্ম বেজে ওঠে। এমনকী, দোকানে আচমকা ডাকাত ঢুকে পড়লে কর্মরত কর্মীরা কী করবেন, সে ব্যাপারেও সচেতন করা হচ্ছে। তবে অপরাধ ঠেকাতে শাসকদলের উদ্যোগে এহেন সচেতনতামূলক কর্মসূচি কার্যত বিরল ঘটনাই বলতে হবে।

সোদপুর, খড়দহ, বরানগর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর প্রভৃতি জায়গায় একের পর এক সোনার দোকানে ডাকাতির পর প্রথম এই ধরনের পদক্ষেপ করে হাবড়া থানার পুলিশ। তারপরই শাসকদলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার ২৫টি পুরসভাতেই পুলিশকে সঙ্গে নিয়ে এই ধরনের পদক্ষেপ করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ এপ্রিল হাবড়া শহরে সমস্ত স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে বৈঠক করেন স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে হাবড়া থানার পুলিশও উপস্থিত ছিল। জানা গিয়েছে, গত শুক্রবার বনগাঁ পুরসভা এলাকায় সমস্ত সোনার দোকানদারকে নিয়ে ওই একই ধরনের বৈঠক হয়েছে। 

ওই বৈঠকে স্বর্ণ ব্যবসায়ীদের জানানো হয়েছে, প্রত্যেক দোকানে সিসিটিভি লাগাতেই হবে। কারণ, সিসিটিভি’র ফুটেজ অপরাধীদের চিহ্নিত করতে খুবই সাহায্য করে। শুধু ডাকাতি নয়, ছোট চুরির কিনারা করতেও সিসিটিভি’র গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত, যাঁদের বড় সোনার দোকান রয়েছে, তাঁরা সিসিটিভি তো লাগাবেনই, পাশাপাশি দোকানের ভিতর সিকিউরিটি সিস্টেমও চালু করতে হবে। ভল্ট ভাঙা তো দূরের কথা, দুষ্কৃতীরা ভল্ট স্পর্শ করলেই যাতে এলার্ম বেজে ওঠে, সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, আচমকা যদি ডাকাতদল ঢুকে পড়ে, তাহলে কর্মীরা সেই অবস্থায় কী করবেন? মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বের করা, এলার্ম বাজানোর চেষ্টা করা, আগে থেকে ইশারায় কথা বলার অভ্যাস তৈরি করা প্রভৃতি বিষয়ে সচেতন করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমাদের জেলায় ২৫টি পুরসভাতেই আমরা পুলিশকে সঙ্গে নিয়ে এমন বৈঠক শুরু করেছি। সেখানে পুরসভা এলাকার স্বর্ণ ব্যবসায়ীরাও থাকছেন। হাবড়া পুরসভা দিয়ে এই কাজ শুরু হয়েছে। আগামী সোমবার বসিরহাট পুরসভা এবং বাদুড়িয়া পুরসভা এলাকায় বৈঠক হবে। আগামী মঙ্গলবার দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম পুরসভায় বৈঠক ডাকা হয়েছে। আমরা দোকানদারদের অনুরোধ করছি, সিসিটিভিসহ সিকিউরিটি এলার্ম সিস্টেম চালু করার জন্য। পাশাপাশি, পুলিশের পক্ষ থেকে সবাইকে সচেতন করা হচ্ছে। যাঁদের সিসিটিভি ছিল না, তাঁরা বৈঠকের পরই তা লাগাতে শুরু করে দিয়েছেন। পুলিশকে আরও বলা হয়েছে, সোনার দোকানগুলি নিয়মিত পরিদর্শন করার জন্য বিশেষ মোবাইল ভ্যান চালু করতে। যেমন, ব্যাংকগুলির জন্য স্পেশাল মোবাইল ভ্যান রয়েছে। মন্ত্রী বলেন, আমরা আশাকরি, সকলে মিলে এই ধরনের উদ্যোগ নিলে এবং সচেতন হলে ডাকাতির মতো অপরাধ অনেকটাই ঠেকানো যাবে। 

মোবাইলে সিসিটিভি নিয়ন্ত্রণ: বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে অনেক দূরত্বে গিয়েও সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকা দেখা যায় খুব সহজে। ওয়াই ফাইয়ের মাধ্যমে যুক্ত সিসিটিভি ক্যামেরাগুলো যে কোন ডিভাইসে বসেই কম্পিউটার অথবা মোবাইল অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এসব ক্যামেরা রয়েছে ১.৩ মেগাপিক্সেল থেকে শুরু করে ৮ মেগাপিক্সেল পর্যন্ত রেজ্যুলেশন। এবং ৬০০ টিভিএল থেকে শুরু করে ৯০০ টিভিএল পর্যন্ত সিসি টিভি। স্মল সলিউশন থেকে শুরু করে এক্সট্রা লার্জ সলিউশন রেঞ্জের ডিভিআর এবং এনভিআরও রয়েছে। সি এম এস সফটওয়্যারের মাধ্যমে একাধারে ৫ হাজার আইপি ক্যামেরা মনিটর ও নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে।

শুধু বাংলা নয়, প্রতি শহরের বাসাবাড়ি তে সিসি টিভি থাকা খুব গুরুত্বপূর্ণ | আজ প্রতি ঘরে পারিবারিক অশান্তি বেড়েই চলেছে | নারী কেন্দ্রিক হউক অথবা পুরুষ কেন্দ্রিক, একমাত্র ভিডিও ফুটেজ আপনাকে দিতে পারে সঠিক বিচার | এবং সেই ক্যামেরা রাখতে হবে গোপন ভাবে | সমীক্ষা জানাচ্ছে দেশের 98% পুরুষ পারিবারিক নির্যাতনের স্বীকার হয়- সেটা হতে পারে আর্থিক শোষণ, নিত্য অবমাননা,শারীরিক নির্যাতন, বিশ্বাসঘাতকতা, মিথ্যা মামলার হয়রানি , খাদ্যাভাব - ইত্যাদি প্রকারের।

বিবাহে (ভারতে) পণ এর দাবি যা মেয়ে পক্ষ থেকেও হয়, হয়রাণিতে যত মানুষ প্রতি বছর আত্মহত্যা করে তার 75% পুরুষ।  পরিবারে (ভারতে) যৌন নিপীড়নের শিকার শিশুদের 60% পুরুষ।
সরকারী হিসেবে মহিলাদের কীর্তি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তে RTI করে জানতে পারেন |

একথা অনস্বীকার্য যে আমাদের সমাজেও প্রকাশে কিংবা লোকচক্ষুর অন্তরোলে পুরুষ নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ। বিভিন্ন এলাকায় এমন ও আছে প্রায় প্রতিরাতে স্ত্রীর হাতে মারধর খেতে হয় স্বামী নামের সেই পুরুষটিকে। বেচারা স্বামী লোক লজ্জা আর সমাজপতিদের ভয়ে মুখ খোলতে পারছে না। এভাবে কত শত ঘটনা ঘটছে সারা দেশে তার নির্ধারিত পরিসংখ্যান পাওয়া না গেলেও প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টালে চোখে পড়বেই স্ত্রী কর্তৃক স্বামী তালাক, মামলা-হামলা, পরকীয়ার বলি, আবার অনেক ঘটনা চাপাও পড়ে যায়। এমনি ভাবে শত শত পুরুষ প্রতিদিন প্রতিনিয়ত স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হলেও আইনের আশ্রয় নিতে পারছে না। আত্মমর্যদা, সামাজিক লোকলজ্জা আর কোর্ট কাচারীর ভয়ে মুখ খুলে বলতে পারছেন না তার নির্যাতনের কথা। কিন্তু একজন নারী ইচ্ছে করলে এ ঘটনা সাজিয়ে থানা কিংবা আদালতে মামলা করতে পারতো। এছাড়া বর্তমান সময়ে একটি পরিবারকে ধংস করতে বিভিন্ন স্থানে নারী নির্যাতন মামলাকে বেছে নেওয়া হচ্ছে। কারণ মামলাটি সহজে করা যাচ্ছে এবং এ মামলাটি সাধারণত জামিন অযোগ্য। কিন্তু ইচ্ছে করলেই একজন পুরুষ নির্যাতনের স্বীকার হয়ে থানায় গিয়ে মামলা করতে পারছেন না। 

সমাজবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা বলছেন, বর্তমান সময়ে দাম্পত্য জীবনে ভালবাসার বন্ধন আগের চেয়ে অনেক হালকা হয়ে উঠেছে। মূল্যবোধের অবক্ষয়, নৈতিক স্খলন, লোভ-লালসা, উচ্চ বিলাসিতা, পরকীয়া, মাদকাসক্তি, অর্থনৈতিক বৈষম্য, স্বাবলম্বী হওয়া, বিশ্বায়নের ক্ষতিকর প্রভাব, অবাধ ভিনদেশি সাংস্কৃতিক প্রবাহসহ নানা কারণেই এমনটা ঘটছে। যার চরম পরিণতি হচ্ছেÑ সংসারের ভাঙন ও নির্যাতন। যেখানে ভুক্তভোগী উভয়ই। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণির অনেকেই প্রতিনিয়ত ভুগছেন পারিবারিক যন্ত্রণায়। নির্যাতিত নারীর পাশে সমাজের অনেকেই সহানুভূতির হাত বাড়িয়ে এগিয়ে আসেন। কিন্তু পুরুষশাসিত এ সমাজে পুরুষও যে নির্যাতিত হতে পারে তা ভাববার অবকাশ যেন নেই কারোরই। ফলে আড়ালেই থেকে যাচ্ছে পুরুষ নির্যাতনের ঘটনাগুলো। ফলে দিনের পর দিন বাড়ছে পুরুষ নির্যাতনের ঘটনা।

তাদের মতে, প্রতিনিয়ত স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হলেও আইনের আশ্রয় নিতে পারছেন না অনেক পুরুষ। সন্তানের ভবিষ্যৎ, সামাজিক মর্যাদা রা, লোকলজ্জা, জেল-পুলিশ আর কোর্টকাছারির ভীতির কারণে বাধ্য হয়ে স্ত্রীর নির্যাতন নীরবে সহ্য করেও মানিয়ে নিচ্ছেন তারা। মুখ খুলে বলতে পারছেন না নির্যাতনের কথা। কিন্তু একজন নারী আইনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইচ্ছে করলেই ঘটনা সাজিয়ে পুরুষের বিরুদ্ধে থানা কিংবা আদালতে সহজেই নারী নির্যাতনের মামলা ঠুকে দিতে পারছেন। কিন্তু ভুক্তভোগী হয়েও একজন পুরুষ নির্যাতনের শিকার হয়ে থানায় গিয়ে সহজে অনেক সময় মামলা করতে পারছেন না। ফলে আদালতের দারস্থ হচ্ছেন। স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে অনেকে আবার নিত্যসঙ্গী করেছেন পারিবারিক অশান্তি। বিয়ে একটি যৌথ প্রকল্প, এই প্রকল্পে দুজনের বোঝাপড়া থাকা খুবই জরুরি। তা না হলে এর প্রভাব সন্তানদের ওপরও পড়তে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। 

"তাই নারী বা পুরুয়ের জন্য আলাদা অধিকার নয়- চাই সমান অধিকার। সর্বত্র সমান অধিকার প্রতিষ্টা করতে হলে আইনের ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ আইন থাকলে পুরুষের জন্য পৃথক বিশেষ আইন চাই”। সচেতন মহলেরও দাবী, নারী নির্যাতনের পাশাপাশি তৈরি করা হউক পুরুষ নির্যাতন আইন আর দূর করা হউক নারী-পুরুষের মাঝে বৈষম্যতা। তা না হলে সারা দেশে যে পরিমানে পুরুষ নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এক সময় তাহা ব্যাপক আকার ধারণ করবে তখন সরকার আইন করেও পুরুষ নির্যাতন কমাতে পারবেনা।